SEARCH PREVIOSULY POSTED CASE STUDIES
আমি একজন Student এবং Online এই ছোট-খাট জিনিস Sell করি। দারাজে Trade Licence লাগবে সেখানে Daraz Mall এর জন্য Apply করতে৷ এখন E-Tin and Trade Licence কি একই?
আর ৩ লাখ টাকা আয় হলে নাকি ট্যাক্স দিতে হবে। এটা হিসাব টা কিভাবে হচ্ছে, বছরে ৩ লাখ নাকি মাসে? আর বছরে বা মাসে ৩ লাখ হলে সেটা কি Total Sells এর উপর মানে মোট ৩ লাখের Products sell হলে সেখানে Tax আসবে? নাকি ৩ লাখ Profit হলে সেখানে Tax আসবে?
যাদের আয় ৩ লাখ নেই তাদের কি এটা খোলা জরুরি? কারন ৩ লাখের কম হলে তো ৩ বছর 0 Return দেখিয়ে স্থগিত করা সম্ভব।
আর যদি জরুরী হয়, আর আমার ব্যাবসা হয় Online এ এবং পরিচালনা বাসা থেকেই করা হয়, তবে আমার কি কি Documents গুলা দরকার হবে?
আমি জানুয়ারী তে মোহাম্মদপুর এরিয়ার ভিতরে একটা অ্যাপারেল শপ নিয়েছি। কিন্তু নন কমার্শিয়াল এড্রেস হওয়াতে ট্রেড লাইসেন্স শপ এড্রেসে করা সম্ভব নয়। এর মধ্যে একজন ভ্যাট কর্মকর্তা পরিচয়ে আমার শপ এ এসে একটি চিঠি দিয়ে গেছে আগামী ১০ দিনের মধ্যে ট্রেড লাইসেন্স, ভ্যাট এর কাগজ দিতে না পারলে জরিমানা করবে। পরবর্তীতে আমাকে ফোন করে তার সাথে দেখা করে বেপারটা মিটমাট করার অফার করেছে।
এখন কী আমার তার সাথে দেখা করে মিটমাট করা ছাড়া লিগ্যাল ওয়ে তে সব কাগজপত্র ঠিক করে শপ চালানো সম্ভব? আমি চাই লিগ্যাল ভাবেই আমার শপ চালাতে।
This platform is not meant to address CRITICAL financial inquiries, which must be promptly addressed via telephone or face-to-face consultation with a certified expert. The content in questions, responses, and other contributions on this platform ("Contributions") originates from individual users and does not constitute Adviser Bangladesh. Adviser Bangladesh holds no responsibility for Contributions. These Contributions offer general insights and should not be seen as a replacement for well-informed, professional financial guidance, or as a means to establish a formal client-professional relationship. Advisors may choose to maintain anonymity due to compliance considerations.